১ বংশাবলি 26:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 এই ছিল কোরহ আর মরারির বংশের রক্ষীদের দলভাগ। ধনভান্ডারের দেখাশোনাকারী ও অন্যান্য কর্মচারী৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 কারুনীয় ও মরারীয় বংশজাত লোকদের মধ্যে দ্বারপালদের এসব পালা ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এই হল সেইসব দ্বাররক্ষীর বিভাগগুলির বিবরণ, যারা কোরহ ও মরারির বংশধর ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কোরহ গোষ্ঠী ও মরারি গোষ্ঠীর লোকেরা এইভাবে মন্দির রক্ষার দায়িত্ব লাভ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কোরহীয় ও মরারীয় বংশজাত লোকদের মধ্যে দ্বারপালদের এই সকল পালা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 মরারি ও কোরহ গোষ্ঠীর দ্বাররক্ষীরা এইভাবে মন্দিরে পাহারা দিতেন। অধ্যায় দেখুন |