১ বংশাবলি 24:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তখন প্রথম বারে গুলি উঠল যিহোয়ারীবের নামে, দ্বিতীয় বারে যিদয়িয়ের, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তখন প্রথম গুলিবাঁট যিহোয়ারীবের নামে উঠলো; দ্বিতীয় যিদয়িয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 গুটিকাপাতে প্রথম দানটি পড়েছিল যিহোয়ারীবের নামে, দ্বিতীয়টি পড়েছিল যিদয়িয়ের নামে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7-18 পর্যায়ক্রমে নিম্নলিখিত পুরোহিতদের চব্বিশটি দলের দায়িত্ব বন্টন করা হয়েছিল: 1. যিহোয়ারিব 2. যিদয়িয় 3. হারিম 4. সিয়োরিম 5. মল্কিয় 6. মিয়াসিন 7. হক্কোষ 8. অবিয় 9. যেশুয় 10. শখনিয় 11. ইলিয়াশিব 12. যাকিম 13. হুপ্পে 14. যেশবাব 15. বিল্গা 16. ইম্মের 17. হেষীর 18. হপ্পিসেস 19. পথাহিয় 20. যিহিষ্কেল 21. যাখীন 22. গামুল 23. দলায় 24. মাসিয় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তখন প্রথম গুলিবাঁট যিহোয়ারীবের নামে উঠিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এইভাবে প্রথম বার উঠেছিল যিহোয়ারীব গোষ্ঠীর নাম। দ্বিতীয় বার যিদয়িয় গোষ্ঠীর নাম। অধ্যায় দেখুন |
রাজা ও তাঁর উঁচু পদের কর্মচারীদের সামনে এবং সাদোক যাজক, অবিয়াথরের ছেলে অহীমেলক, যাজক বংশের নেতাদের ও লেবীয়দের সামনে নথনেলের ছেলে শময়িয় নামে একজন লেবীয় লেখক সেই নেতাদের নাম তালিকায় লিখলেন। পালা পালা করে ইলীয়াসরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজন ও তারপর ঈথামরের বিভিন্ন বংশের মধ্য থেকে এক জনের জন্য গুলিবাঁট করা হল।