Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 মূশির বংশের মহলি, এদর ও যিরেমোৎ ছিলেন বংশের বাবা। বিভিন্ন বংশ অনুসারে এঁরা ছিলেন লেবীয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। এরা যার যার পিতৃকুল অনুসারে লেবির সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমোৎ। তাদের বংশানুসারে এরাই হলেন সেই লেবীয়েরা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ।এই হচ্ছে লেবীয় পরিবারগুলির তালিকা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 আর মূশির পুত্রদের মধ্যে মহলি, এদর আর যিরেমোৎ। পরিবার অনুযায়ী এই সমস্ত লেবির নেতাদের নামই নথিভুক্ত আছে।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:30
5 ক্রস রেফারেন্স  

মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ।


শেমর মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে এবং মরারি লেবির ছেলে।


মরারির সন্তান মহলি ও মুশি; এরা বংশ তালিকা অনুসারে লেবির গোষ্ঠী।


কীশের বংশ নেতা ছিলেন যিরহমেল।


এঁরাও রাজা দায়ূদ, সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয়দের বংশ নেতাদের সামনে এঁদের ভাইদের, অর্থাৎ হারোণের বংশের লোকদের মত করে গুলিবাঁট করেছিলেন। বড় ভাই হোক বা ছোট ভাই হোক তাদের সকলের জন্য একইভাবে গুলিবাঁট করা হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন