Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 ঊষীয়েলের ছেলে মীখা; মীখা ছেলেদের মধ্যে শামীর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 উষীয়েলের পুত্র মিকাহ্‌; মিকাহ্‌র পুত্রদের মধ্যে শামীর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 উষীয়েলের ছেলেরা: মীখা; মীখার ছেলেদের মধ্যে থেকে: শামীর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 উষিয়েলের বংশধর মীখা গোষ্ঠীর নেতা শামীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 উষীয়েলের পুত্র মীখা; মীখার পুত্রদের মধ্যে শামীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 উষীয়েলের পুত্রদের মধ্যে মীখা আর তার পুত্র শামীর।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:24
7 ক্রস রেফারেন্স  

উষীয়েলের ছেলেদের মধ্যে মীখা ছিলেন প্রথম ও যিশিয় ছিলেন দ্বিতীয়।


হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের বাবা।


মীখার ভাই যিশিয়; যিশিয়ের ছেলেদের মধ্যে সখরিয়।


ঈশ্বরের ঘরের সমস্ত সেবা কাজের জন্য বিভিন্ন দলের যাজক ও লেবীয়েরা প্রস্তুত আছে। সমস্ত কাজে তোমাকে সাহায্য করবার জন্য দক্ষ ও ইচ্ছুক লোকেরাও আছে। নেতারা ও সমস্ত লোকেরা তোমার আদেশ মানতে রাজি।”


পরে যিহোয়াদা যাজক যে আদেশ দিলেন, লেবীয়েরা ও যিহূদার সবাই তাই করল; ফলে তারা প্রত্যেকে নিজের নিজের লোকদের, অর্থাৎ যারা বিশ্রামবারে বাইরে যাওয়া-আসা করে, তাদেরকে নিল, কারণ যিহোয়াদা যাজক এদের কোনো দলকেই ছুটি দেন নি।


আর হিস্কীয় উপাসনার জন্য হোম উৎসর্গ ও মঙ্গলের জন্য উৎসর্গের অনুষ্ঠান করবার জন্য, সেবা কাজের জন্য এবং ঈশ্বরের ঘরে ধন্যবাদ ও প্রশংসা গান করবার জন্য হিষ্কিয় যাজক ও লেবীয়দের প্রত্যেকের কাজ অনুসারে তাদের বিভিন্ন দলকে নিযুক্ত করলেন।


আর যিরূশালেমে ঈশ্বরের সেবা কাজের জন্য যাজকদের তাদের বিভাগ অনুসারে ও লেবীয়দেরকে তাদের পালা অনুসারে নিযুক্ত করা হল; যেমন মোশির বইয়ে লেখা আছে৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন