Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তেইশ বারে দলায়ের ও চব্বিশ বারে মাসিয়ের নামে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 ত্রয়োবিংশ দলায়ের, চতুর্বিংশ মাসিয়ের নামে গুলি উঠলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 ত্রয়োবিংশতিতমটি পড়েছিল দলায়ের নামে, এবং চতুর্বিংশতিতমটি পড়েছিল মাসিয়ের নামে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 দ্বাবিংশ গামূলের, ত্রয়োবিংশ দলায়ের, চতুর্বিংশ মাসিয়ের [নামে উঠিল]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 ত্রয়োবিংশতি বার দলায় গোষ্ঠীর নাম। আর চতুর্বিংশতি বার উঠল মাসিয় গোষ্ঠীর নাম।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:18
3 ক্রস রেফারেন্স  

একুশ বারে যাখীনের, বাইশ বারে গামূলের,


তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা কাজ করবার জন্য এই ভাবে তাঁদের পালা ঠিক করা হল।


সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। যেশূয়ের দিনের এঁরা ছিলেন যাজকদের ও তাঁদের বংশের লোকদের মধ্যে প্রধান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন