Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 23:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 হিব্রোণের ছেলেদের মধ্যে প্রথম ছিলেন যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল ও চতুর্থ যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 হেবরনের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরীয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 হিব্রোণের ছেলেরা: প্রথমজন যিরিয়, দ্বিতীয়জন অমরিয়, তৃতীয়জন যহসীয়েল এবং চতুর্থজন যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 কোহাতের তৃতীয় পুত্র হিব্রোণের চার পুত্র: যিরিয়, অমরিয়, যহসীয়েল ও যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 হিব্রোণের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়ার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 হিব্রোণের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল আর চতুর্থ যিকমিয়াম।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 23:19
6 ক্রস রেফারেন্স  

হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের বাবা।


কহাতের চারজন ছেলে হল অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।


হিব্রোণের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং তাঁর ভাইয়েরা আশি জন;


যিষ্‌হরের বংশধরদের মধ্যে শলোমীৎ ছিলেন নেতা।


উষীয়েলের ছেলেদের মধ্যে মীখা ছিলেন প্রথম ও যিশিয় ছিলেন দ্বিতীয়।


হিব্রোণীয়দের মধ্যে যিরিয় ছিলেন নেতা। দায়ূদের রাজত্বের চল্লিশ বছরের দিন তাদের বংশ তালিকাগুলোর মধ্যে খোঁজ করা হল এবং গিলিয়দের যাসেরে হিব্রোণীয়দের মধ্যে অনেক বীর যোদ্ধা পাওয়া গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন