১ বংশাবলি 23:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 শিমিয়ির চারজন ছেলে হল যহৎ, সীন, যিয়ূশ ও বরীয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর শিমিয়ির সন্তান যহৎ, সীন, যিয়ূশ ও বরীয়, শিমিয়ির এই চার সন্তান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আবার শিমিয়ির ছেলেরা: যহৎ, সীষ, যিয়ূশ ও বরীয়। এরাই শিমিয়ির ছেলে—মোট চারজন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10-11 শিমিয়ির চার পুত্র: যহৎ, সীন, যিয়ুশ ও বরিয়। যিয়ুশ ও বরিয়র বংশধর বেশি না থাকায় এই দুটিকে এক গোষ্ঠী হিসেবে গণ্য করা হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর শিমিয়ির সন্তান যহৎ, সীন, যিয়ূশ ও বরীয়; শিমিয়ির এই চারি সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 শিমিয়ির চার পুত্রের নাম যথাক্রমে যহত্, সীন, যিয়ূশ ও বরীয়। অধ্যায় দেখুন |