১ বংশাবলি 22:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 দায়ূদ বললেন, “আমার ছেলে শলোমনের বয়স কম এবং তার অভিজ্ঞতাও কম, কিন্তু সদাপ্রভুর জন্য যে ঘর তৈরী করতে হবে তা যেন সমস্ত জাতির চোখে খুব বিখ্যাত এবং জাঁকজমকে ও গৌরবে পূর্ণ হয়। কাজেই তার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রাখব।” এই বলে দায়ূদ তাঁর মৃত্যুর আগে অনেক কিছুর আয়োজন করে রাখলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর দাউদ বললেন, আমার পুত্র সোলায়মান অল্পবয়স্ক ও কোমল, কিন্তু মাবুদের জন্য যে গৃহ নির্মাণ করা হবে, তা অতিশয় মহিমান্বিত হবে, তার কীর্তি ও যশ সর্বদেশে ব্যাপ্ত হবে; আমি এখন তার জন্য আয়োজন করবো। অতএব দাউদ তাঁর মৃত্যুর আগে প্রচুর দ্রব্যের আয়োজন করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 দাউদ বললেন, “আমার ছেলে শলোমনের বয়স কম ও সে অনভিজ্ঞও বটে, এবং সদাপ্রভুর জন্য যে ভবনটি তৈরি করা হবে, সেটি সব জাতির দৃষ্টিতে হবে বিশাল জাঁকজমকপূর্ণ ও বিখ্যাত এবং জৌলুসে ভরপুর। তাই আমিই সেটির জন্য যাবতীয় প্রস্তুতি নেব।” অতএব মারা যাওয়ার আগেই দাউদ ব্যপক প্রস্তুতি সেরে রেখেছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 দাউদ ভাবলেন, ‘আমার পুত্র শলোমনকেই প্রভু পরমেশ্বরের জন্য মন্দির তৈরী করতে হবে এবং সেটি অবশ্যই হবে অপরূপ, জগদ্বিখ্যাত। কিন্তু সে এখন খুবই ছেলেমানুষ আর অভিজ্ঞতা ও তার নেই। তাই আমি বরং তার উপযুক্ত ব্যবস্থা করে রাখি।’ দাউদ তাই মৃত্যুর আগে মন্দির তৈরীর সমস্ত উপকরণ প্রচুর পরিমাণে সংগ্রহ করে রাখলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর দায়ূদ কহিলেন, আমার পুত্র শলোমন অল্পবয়স্ক ও কোমল, কিন্তু সদাপ্রভুর জন্য যে গৃহ নির্ম্মাণ করা যাইবে, তাহা অতিশয় প্রতাপান্বিত হইবে, তাহার কীর্ত্তি ও যশ সর্ব্বদেশে ব্যাপ্ত হইবে; আমি এখন তাহার জন্য আয়োজন করিব। অতএব দায়ূদ আপন মৃত্যুর পূর্ব্বে প্রচুর দ্রব্যের আয়োজন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 দায়ূদ বললেন, “আমরা প্রভুর জন্য সুবিশাল একটা মন্দির বানাতে চলেছি। কিন্তু আমার পুত্র শলোমনের বয়স এখনও কম। এসম্পর্কে উপযুক্ত জ্ঞান তার হয়নি। প্রভুর এই সুবিশাল মন্দিরের খ্যাতি তার সৌন্দর্য্যের কারণে পৃথিবীর দেশে দেশে যাতে ছড়িয়ে পড়ে সে কারণে আমি সেই মন্দিরের নকশা ও পরিকল্পনা করে যাচ্ছি।” কথা মতো তাঁর মৃত্যুর আগেই দায়ূদ মন্দিরের জন্য অনেক পরিকল্পনা ও নকশা করে গিয়েছিলেন। অধ্যায় দেখুন |
দেখুন, আমি নিজের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে একটি বাড়ি তৈরী করার পরিকল্পনা নিয়েছি; তাঁর সামনে সুগন্ধি জিনিস জ্বালানোর জন্য, প্রত্যেক দিনের র দর্শন-রুটির জন্য এবং প্রতি সকালে ও সন্ধ্যাবেলায়, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সকল পর্বের হোম করার জন্য সেটা পবিত্র করব৷ এগুলি ইস্রায়েলের প্রতিদিনের র কাজ৷