১ বংশাবলি 21:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 “তুমি গিয়ে দায়ূদকে এই কথা বল, ‘আমি সদাপ্রভু তোমাকে তিনটি শাস্তির মধ্য থেকে একটা বেছে নিতে বলছি। তুমি তার মধ্য থেকে যেটা বেছে নেবে আমি তোমার প্রতি তাই করব’।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তুমি গিয়ে দাউদকে বল, মাবুদ এই কথা বলেন, আমি তোমার সম্মুখে তিনটি দণ্ড রাখলাম, তার মধ্যে তুমি একটা মনোনীত কর, আমি তোমার প্রতি তা-ই করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 “যাও, দাউদকে গিয়ে বলো, ‘সদাপ্রভু একথাই বলেন: আমি তোমার সামনে তিনটি বিকল্প রাখছি। সেগুলির মধ্যে একটিকে তুমি বেছে নাও, যেন আমি সেটিই তোমার বিরুদ্ধে প্রয়োগ করতে পারি।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 দাউদের কাছে যাও, তাকে বল যে, প্রভু পরমেশ্বর বলেছেন, আমি তার সামনে তিনটি বিষয় রাখব। তার মধ্যে সে যেটি বেছে নেবে সেইটিই তার উপরে ঘটবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তুমি গিয়া দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিনটী [দণ্ড] রাখিলাম, তাহার মধ্যে তুমি একটা মনোনীত কর, আমি তাহাই তোমার প্রতি করিব। অধ্যায় দেখুন |