১ বংশাবলি 20:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 গাতের এই লোকেরা ছিল রফার বংশের লোক। দায়ূদ ও তাঁর লোকদের হাতে এরা মারা পড়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 এরা রফার বংশে গাতে জন্মেছিল; এরা দাউদের হাতে ও তাঁর গোলামদের হাতে মারা পড়লো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 গাতের এই লোকেরাই রফার বংশধর ছিল, এবং তারা দাউদ ও তাঁর লোকজনের হাতে মারা গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 এই তিনজন ছিল গাৎ-এর বিরাটকায় মানুষদের বংশধর। দাউদ ও তাঁর সৈন্যদের হাতে তারা নিহত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 ইহারা রফার বংশে গাতে জন্মিয়াছিল; ইহারা দায়ূদের হাতে ও তাঁহার দাসগণের হাতে নিপতিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এই পলেষ্টীয়রা ছিল গাতের দানবদের সন্তান। দায়ূদ ও তাঁর লোকরা এই সমস্ত দানবদের হত্যা করেছিলেন। অধ্যায় দেখুন |