১ বংশাবলি 2:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কর্মির ছেলে আখর বাদ দেওয়া জিনিসের বিষয়ে অবাধ্য হয়ে ইস্রায়েলের কাঁটাস্বরূপ হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করে ইসরাইলের দুষ্টক্ষত হিসেবে অভিহিত হয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 কর্মির ছেলে: আখর, যে উৎসর্গীকৃত বস্তুগুলি নেওয়ার উপর যে নিষেধাজ্ঞা বজায় ছিল, তা লঙ্ঘন করার মাধ্যমে ইস্রায়েলের ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সেরহ্-র এক বংশধর কর্মির পুত্র আখর। এই ব্যক্তি ঈশ্বরের নির্দেশ লঙ্ঘন করে নিষিদ্ধ সামগ্রী গ্রহণ করে ইসরায়েলীদের মধ্যে বিপর্যয় এনেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কর্মির পুত্র আখর বর্জ্জিত দ্রব্যের বিষয়ে সত্যলঙ্ঘন করিয়া ইস্রায়েলের কন্টক হইয়া ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 শিম্রির পুত্রের নাম কর্মি। কর্মির পুত্রের নাম ছিল আখর। যুদ্ধে লাভ করা জিনিসপত্র ঈশ্বরকে না দিয়ে নিজের কাছে রেখে আখর ইস্রায়েলকে বহুতর সমস্যার মধ্যে ঠেলে দিয়েছিলেন। অধ্যায় দেখুন |