১ বংশাবলি 2:51 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী51 বৈৎলেহমের বাবা শল্ম, বৈৎ-গাদের বাবা হারেফ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস51 বেথেলহেমের পিতা শল্ম, বৈৎ-গাদেরের পিতা হারেফ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ51 বেথলেহেমের বাবা শল্ম, এবং বেথ-গাদের বাবা হারেফ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)51 তাঁর দ্বিতীয় পুত্র সল্ম বেথলেহেম নগর পত্তন করেন। তৃতীয় পুত্র হারেফ বেথ-গাজার নগর পত্তন কেরন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)51 কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল; বৈৎলেহমের পিতা শল্ম, বৈৎ-গাদেরের পিতা হাফের। অধ্যায় দেখুন |
তাতে দরজায় দাঁড়িয়ে থাকা সমস্ত লোক ও প্রাচীনরা বললেন, “আমরা সাক্ষী হলাম। যে স্ত্রী তোমার কুলে এসেছে, সদাপ্রভু তাকে রাহেল ও লেয়ার মতো করুন, যে দুই জন (অর্থাৎ রাহেল ও লেয়ার মতো) (সদাপ্রভু যাকোবের মাধ্যমে বহু সন্তান দিয়েছেন) ইস্রায়েলের বংশ তৈরী করেছিলেন; আর ইফ্রাথায় তোমারই ঐশ্বর্য্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হোক।