Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পেরসের ছেলেরা হল হিষ্রোণ ও হামূল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 পেরসের ছেলেরা: হিষ্রোণ এবং হামূল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 পেরসের দুটি পুত্র—হিষ্‌রোণ ও হামুল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পেরসের সন্তান—হিষ্রোণ ও হামূল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 পেরসের পুত্রদের নাম: হিষ্রোণ আর হামূল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:5
8 ক্রস রেফারেন্স  

যিহূদার ছেলে এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল এবং পেরসের ছেলে হিষ্রোণ ও হামূল।


আর পেরসের এই সকল সন্তান; হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল থেকে হামূলীয় গোষ্ঠী।


ইনি নহশোনের পুত্র, ইনি অম্মীনাদবের পুত্র, ইনি অদমানের পুত্র, ইনি অর্ণির পুত্র, ইনি হিস্রোনের পুত্র, ইনি পেরসের পুত্র, ইনি যিহূদার পুত্র,


যিহূদার ছেলে পেরস ও সেরহ, তামরের গর্ভের সন্তান; পেরসের ছেলে হিস্রণ; হিস্রোনের ছেলে রাম;


যিহূদার ছেলের স্ত্রী তামরের গর্ভে যিহূদার ঔরসে পেরস ও সেরহ দুই ছেলের জন্ম হয়েছিল। যিহূদার মোট পাঁচটি ছেলে ছিল।


সেরহের ছেলেরা হল সিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা। এরা ছিল মোট পাঁচজন।


যিহূদার বংশের লোকেরা হল পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন