১ বংশাবলি 2:46 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 কালেবের উপপত্নী ঐফার গর্ভে হারণ, মোৎসা ও গাসেসের জন্ম হয়েছিল এবং হারণের ছেলে গাসেস। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 আর কালুতের উপপত্নী ঐফা হারণ, মোৎসা ও গাসেসকে প্রসব করলো এবং হারণের পুত্র গাসেস। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 কালেবের উপপত্নী ঐফা হারণ, মোৎসা ও গাসেসের মা। হারণ গাসেসের বাবা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 কালেবের এফা নামে একজন উপপত্নী ছিল। তার তিন পুত্র: হারণ, মোৎসা ও গাসেস। হারণেরও এক পুত্রের নাম গাসেস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 আর কালেবের উপপত্নী ঐফা হারণকে, মোৎসাকে ও গাসেসকে প্রসব করিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 কালেবের দাসী ও উপপত্নী ঐফার পুত্রদের নাম ছিল: হারণ, মোৎসা ও গাসেস। হারণের পুত্রের নামও গাসেস। অধ্যায় দেখুন |