১ বংশাবলি 16:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 আকাশমন্ডল আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “সদাপ্রভুই রাজত্ব করেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক; লোকে জাতিদের মধ্যে বলুক, মাবুদ রাজত্ব করছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; জাতিদের মধ্যে তারা বলুক, “সদাপ্রভু রাজত্ব করেন!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 আকাশ মণ্ডল হোক আনন্দমুখর, উল্লসিত হোক এই বিশ্বচরাচর, সর্বজাতির কাছে তারা ঘোষণা করুক: পরমেশ্বরই সর্বাধিপতি! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; লোকে জাতিগণের মধ্যে বলুক, সদাপ্রভু রাজত্ব করিতেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 আকাশে এবং মাটিতে আনন্দ ধ্বনিত হোক্; বিশ্ব-চরাচরে সবাই বলে উঠুক, “প্রভুই এই পৃথিবীর নিয়ামক।” অধ্যায় দেখুন |