১ বংশাবলি 16:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশ দেব, সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব, তা-ই তোমাদের স্বীকৃত অধিকার; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “তোমাকেই আমি সেই কনান দেশ দেব সেটিই হবে তোমার উত্তরাধিকারের অংশ।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তিনি বলেছিলেন, তোমার উত্তরাধিকারের অংশস্বরূপ তোমাকে আমি দান করব কনান দেশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব, তাহাই তোমাদের নির্ণীত অধিকার; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 প্রভু ইস্রায়েলকে বলেছিলেন, “কনানীয়দের বাসভূমি আমি তোমাদেরই দেবো। প্রতিশ্রুত ভূখণ্ডটি তোমাদের হবে।” অধ্যায় দেখুন |