১ বংশাবলি 13:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তাঁরা কীদোনের খামারের কাছে আসলে পর বলদ দুটো হোঁচট খেল আর উষঃ সিন্দুকটা ধরবার জন্য হাত বাড়াল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে তাঁরা কীদোনের খামার পর্যন্ত গেলে উষঃ ঐ সিন্দুক ধরবার জন্য হাত বাড়ালো, কেননা বলদযুগল পিছলিয়ে পড়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তারা যখন কীদোনের খামারে গিয়ে পৌঁছেছিলেন, তখন নিয়ম-সিন্দুকটি সামলানোর জন্য উষ নিজের হাত বাড়িয়ে দিয়েছিল, কারণ বলদগুলি হোঁচট খেয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 কিদোনের খামার বাড়ি পর্যন্ত এসে বলদ দুটি হোঁচট খেল। উজ্জাহ্ তখন হাত বাড়িয়ে সিন্দুকটি ধরে ফেললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে তাঁহারা কীদোনের খামার পর্য্যন্ত গেলে উষঃ ঐ সিন্দুক ধরিবার জন্য হস্ত বিস্তার করিল, কেননা বলদ-যুগল পিছলিয়া পড়িয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 কীদোনের শস্য মাড়াইয়ের উঠান পর্যন্ত আসার পর যে ষাঁড়গুলো গাড়ি টানছিল তারা হোঁচট খাওয়ায় সাক্ষ্যসিন্দুকটা প্রায় পড়ে যাচ্ছিল, উষঃ কোনমতে হাত বাড়িয়ে সিন্দুকটাকে আটকালেন। অধ্যায় দেখুন |