Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সেখানে এষর তাদের নেতা ছিলেন, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 পদমর্যাদায় প্রধান ছিলেন এষর, ক্রমানুসারে দ্বিতীয় ছিলেন ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9-13 এঁদের পদমর্যাদা ছিল যথাক্রমে নিম্নরূপ: এষর, ওবদিয়, ইলিয়াব, মিশমন্না, যিরমিয়, অত্তয়, ইলিয়েল, যোহানন, ইলসাবাদ, যিরমিয়ও মকবন্নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 গাদ পরিবারগোষ্ঠীর এই দলের নেতা ছিলেন এষর; দ্বিতীয় ওবদিয় এবং তৃতীয় ইলীয়াব।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:9
5 ক্রস রেফারেন্স  

গাদীয়দের কিছু লোক নিজেদের দল ছেড়ে মরু এলাকার দুর্গের মত জায়গায় দায়ূদের কাছে এসেছিলেন। তাঁরা ছিলেন যুদ্ধের শিক্ষা পাওয়া শক্তিশালী যোদ্ধা। তাঁরা ঢাল ও বর্শার ব্যবহার জানতেন। তাঁদের মুখ সিংহের মত ভয়ঙ্কর ছিল এবং পাহাড়ী হরিণের মত তাঁরা জোরে দৌড়াতে পারতেন।


চতুর্থ মিশ্মন্না, পঞ্চম যিরমিয়,


গাদকে সৈন্যদল আঘাত করবে; কিন্তু সে তাদের পিছন দিকে আঘাত করবে।


আর গাদের বিষয়ে তিন বললেন, “ধন্য তিনি, যিনি গাদকে বাড়িয়ে দেন; সে সিংহীর মতো বাস করে, সে বাহু এবং মাথাও বিচ্ছিন্ন করে।


সেই জায়গায় যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন ছেলে ছিলেন, সেই অসাহেল বনের হরিণের মত তাঁর পা দ্রতগামী ছিল৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন