Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 12:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 দান গোষ্ঠীর আটাশ হাজার ছয়শো দক্ষ সৈন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 দানীয়দের মধ্যে সৈন্য রচনা করতে দক্ষ আঠাশ হাজার ছয় শত লোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 দান বংশ থেকে, যুদ্ধের জন্য প্রস্তুত: 28,600 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 দানীয়দের মধ্যে সৈন্যরচনা করিতে নিপুন আটাইশ সহস্র ছয় শত লোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 দান পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 28,600 জন রণ-কুশলী যোদ্ধা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 12:35
6 ক্রস রেফারেন্স  

নপ্তালি গোষ্ঠীর এক হাজার সেনাপতি। তাঁদের সঙ্গে ছিল ঢাল ও বর্শাধারী সাঁইত্রিশ হাজার লোক।


আশের গোষ্ঠীর চল্লিশ হাজার দক্ষ সৈন্য।


আর দানের ছেলে হুশীম।


দান পথে অবস্থিত সাপ, সে মার্গে অবস্থিত বিষাক্ত সাপ, যে ঘোড়ার পায়ে দংশন করে, আর আরোহী পিছনে পড়ে যায়।


আর দানের বিষয়ে তিনি বললেন, “দান সিংহশাবক, যে বাশন থেকে লাফ দেয়।”


বকবকর, হেরশ, গালল ও মীখার ছেলে মত্তনিয়। মত্তনিয়ের পূর্বপুরুষদের মধ্যে ছিল সিখ্রি ও আসফ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন