১ বংশাবলি 11:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 সেই শক্তিশালী লোকেরা হলেন যোয়াবের ভাই অসাহেল, বৈৎলেহমের দোদোর ছেলে ইলহানন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 সৈন্যবর্গের অসম সাহসী লোকদের নাম। যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমস্থ দোদোর পুত্র ইল্হানন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 বলবান যোদ্ধারা হলেন: যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেমের অধিবাসী দোদয়ের ছেলে ইলহানন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26-47 অন্যান্য বীর যোদ্ধাদের নামের তালিকা: যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেমের ডোডোর পুত্র ইলহানন, হারোড় নিবাসী শম্মোৎ, পেলেট নিবাসী হেলস, তকোয়া নিবাসী ইক্কেশের পুত্র ইরা, অনাথোৎ নিবাসী অবিয়েষর, হুশা নিবাসী সিব্বখয়,অহো নিবাসী ইলয়, নটোফাৎ নিবাসী মহরয়, নটোফাৎ নিবাসী বানার পুত্র হেলদ, বিন্যামীন অঞ্চলের গিরিয়া নিবাসী বিষয়ের পুত্র ইথয়। পিরিয়াথোন নিবাসী বনায়। গাশের নিকটবর্তী উপত্যকা থেকে আগত হুরয়, অরবৎ নিবাসী অবিয়েল, বাহুরূমের অজ্মাবৎ, শালবোনের ইলিয়হবহ্, গিষোণের হাশেম, হরারের শাগির পুত্র যোনাথন, হরারের মাখরের পুত্র অহিয়াম, উরের পুত্র ইলিফাল, সখেরার হেফর, পলেনের অহিয়, কার্মেলের হিষ্রো, ইসবয়ের পুত্র নারয়, নাথনের ভাই যোয়েল, হগ্রির পুত্র মিভর, আম্মোন নিবাসী সেলেক, যোয়াবের অস্ত্রবাহক বেরোৎ-এর নহরয়। যিত্রি নিবাসী ইরা ও গারেব। হিত্তিয় উরিয়, অহ্লয়ের পুত্র সাবদ, সিষার পুত্র অদিনা (ইনি রূবেণ বংশের একজন নেতা ছিলেন) এঁর নিজস্ব ত্রিশজনের একটি সেনাদল ছিল। মাখার পুত্র হানান, মিথান নিবাসী যোশাফট, অষ্টেরা নিবাসী উষিয়, অরোয়ের নিবাসী হোথামের দুই পুত্র শামা ও যিইয়েল। তিষ নিবাসী শিম্রির পুত্র যিদিয়েল ও যোহা মহ্ব নিবাসী ইলিয়েল, ইলনামের দুই পুত্র যিরিবয় ও যোষবিয়, মোয়াবের যিথমা, সোবা নিবাসী ইলিয়েল, ওবেদ ও যাসিয়েল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 সৈন্যবর্গের বীর্য্যবান লোকদের নাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 যোয়াবের ভাই অসাহেল, বৈৎলেহমের দোদোর পুত্র ইল্হানন, অধ্যায় দেখুন |