Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কূশের সন্তান সবা, হবীলা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কূশের ছেলেরা: সবা, হবীলা, সব্‌তা, রয়মা ও সব্‌তেকা। রয়মার ছেলেরা: শিবা ও দদান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 কুশের বংশধর: শেবা, হবিলা, সাবটা, রামা, সপ্তকা। রামার বংশধর: শেবা ও দেদান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কূশের সন্তান—সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 কূশের পুত্রদের নাম: সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার পুত্রদের নাম: শিবা ও দদান।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:9
6 ক্রস রেফারেন্স  

কূশের ছেলে সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলে শিবা ও দদান।


হামের ছেলেরা হল কূশ, মিশর, পূট ও কনান।


নিম্রোদ কূশের ছেলে। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।


আরবের বিষয়ে ঘোষণা এই: হে দদানীয় যাত্রীর দল, তোমরা আরবের মরুপ্রান্তে রাত কাটাও,


দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, পণ্যদ্রব্য তোমার হাতে ছিল; তারা হাতির দাঁতের শিং ও আবলুস কাঠ তোমার মূল্য হিসাবে আনত।


শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তারা সব ধরনের শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সব ধরনের বহু-মূল্য পাথর এবং সোনা দিয়ে তোমার পন্য পরিশোধ করত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন