Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:42 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

42 এৎসরের ছেলেরা হল বিলহন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ঊষ ও অরান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

42 এৎসরের সন্তান বিল্‌হন, সাবন, যাকন। দীশনের সন্তান ঊষ ও অরাণ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

42 এৎসরের ছেলেরা: বিলহন, সাবন ও আকন। দীশনের ছেলেরা: ঊষ ও অরাণ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

42 এৎসরের বংশধর: বিলহন, সাবন ও যাকোন। দিশানের বংশধর: উষ ও অরান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

42 এৎসরের সন্তান—বিল্‌হন, সাবন, যাকন। দীশনের সন্তান—ঊষ ও অরাণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

42 এৎ‌সরের পুত্রদের নাম: বিল্হন, সাবন আর যাকন। দিশনের পুত্রদের নাম: ঊষ আর অরাণ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:42
5 ক্রস রেফারেন্স  

হে ঊষদেশ নিবাসিনী ইদোমের মেয়ে, তুমি আনন্দ কর ও খুশি হও! তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমি মাতাল হবে এবং উলঙ্গিনী হবে।


বনে-য়াকন থেকে যাত্রা করে হোর্-হগিদ্গদে শিবির স্থাপন করল।


অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশবন, যিত্রণ ও করাণ।


ইস্রায়েলীয়দের উপরে কোনো রাজা রাজত্ব করবার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিনহাবা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন