Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 1:39 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 লোটনের সন্তান হোরি ও হোমম; এবং তিম্না লোটনের বোন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 লোটনের ছেলেরা: হোরি ও হোমম। তিম্না ছিলেন লোটনের বোন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

39 লোটনের বংশধর: হোরি ও হোমম। লোটনের বোন তিমনা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 লোটনের সন্তান—হোরি ও হোমম; এবং তিম্না লোটনের ভগিনী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 লোটনের পুত্রদের নাম: হোরি আর হোমম। লোটনের তিম্না নামে এক বোনও ছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 1:39
5 ক্রস রেফারেন্স  

তিনি সেয়ীর নিবাসী এষৌর লোকদের জন্যও সেরকম কাজ করলেন, ফলে তাদের সামনে থেকে হোরীয়দেরকে ধ্বংস করলেন, তাতে ওরা তাদেরকে তাড়িয়ে দিয়ে এমন কি আজ পর্যন্ত তাদের জায়গায় বাস করছে।


আর আগে হোরীয়েরাও সেয়ীরে বাস করত, কিন্তু এষৌর বংশধরেরা তাদেরকে তাড়িয়ে দিল। তাদের সামনে থেকে ধ্বংস করে তাদের জায়গায় বাস করল; যেমন ইস্রায়েল সদাপ্রভুর দেওয়া নিজের অধিকারের জায়গায় করল।)


লোটনের ছেলে হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।


সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।


শোবলের ছেলেরা হল অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন