১ পিতর 5:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তোমাদের মতো তাঁকেও মনোনীত করা হয়েছে, যে বোন ব্যাবিলন মণ্ডলীর এবং আমার পুত্র মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তোমাদের সহমনোনীতা ব্যাবিলনস্থ মণ্ডলী এবং আমার পুত্র মার্ক তোমাদের মঙ্গল কামনা করছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তোমাদেরই সঙ্গে মনোনীত ব্যাবিলনবাসী সেই বোন তোমাদের প্রতি তাঁর শুভেচ্ছা জানাচ্ছেন। আমার পুত্রসম মার্ক-ও তাঁর শুভেচ্ছা জানাচ্ছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমাদের মতই ঈশ্বরের মনোনীত সেই ব্যাবিলনবাসী* এবং সেই সঙ্গে আমার পুত্রপ্রতিম মার্ক তোমাদের অভিনন্দন জানাচ্ছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তোমাদের সহমনোনীতা বাবিলস্থা [মণ্ডলী] এবং আমার পুত্র মার্ক তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 বাবিলের মণ্ডলী, যাকে ঈশ্বর তোমাদের সাথে মনোনীত করেছেন, তারা তাদের শুভেচ্ছা তোমাদের পাঠাচ্ছে এবং আমার পুত্র মার্কও শুভেচ্ছা জানাচ্ছে। অধ্যায় দেখুন |