১ পিতর 2:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 কারণ কেউ যদি ঈশ্বরের কাছে তার বিবেক ঠিক রাখার জন্য অন্যায় সহ্য করে দুঃখ পায়, তবে সেটাই প্রশংসার বিষয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 কেননা কেউ যদি আল্লাহ্র উদ্দেশে বিবেক অনুযায়ী অন্যায় ভোগ করে দুঃখ সহ্য করে, তবে তা-ই সাধুবাদের বিষয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 কারণ ঈশ্বরসচেতন কোনো ব্যক্তি যদি অন্যায্য যন্ত্রণা পেয়ে কষ্টভোগ করে, তাহলে তা প্রশংসার যোগ্য। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কারণ ঈশ্বরকে স্মরণ করে কেউ যদি অন্যায় অত্যাচার সহ্য করে, তবে তার পক্ষে তা প্রশংসনীয় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে, তবে তাহাই সাধুবাদের বিষয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। অধ্যায় দেখুন |