১ তীমথিয় 6:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 সেই বিদ্যা গ্রহণ করে কেউ কেউ বিশ্বাস থেকে দূরে সরে গেছে। অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কেউ কেউ সেই জ্ঞান স্বীকার করে ঈমান সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। রহমত তোমাদের সহবর্তী হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 কিছু মানুষ তা স্বীকার করেছে, এর ফলে বিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তথাকথিত এই জ্ঞান মানুষকে খ্রীষ্ট বিশ্বাসের পথ থেকে ভ্রষ্ট করে। ঈশ্বর তোমাদের সহায় হোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সেই বিদ্যা অঙ্গীকার করিয়া কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে। অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 কেউ কেউ জীবনে ঐ জ্ঞানের দাবি করে। ঐসব লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের ওপর বিরাজ করুক। অধ্যায় দেখুন |