১ তীমথিয় 5:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 কোনো কোনো লোকের পাপ স্পষ্ট জানা যায়, তারা বিচারের পথে আগে আসে; আবার কোনো কোনো লোকের পাপ তাদের পিছনে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 কোন কোন লোকের গুনাহ্ বিচারের আগেই সুস্পষ্ট, আবার কোন কোন লোকের গুনাহ্ তাদের বিচারের পরেই প্রকাশ পায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 কিছু লোকের পাপ স্পষ্ট ধরা পড়ে এবং তা বিচারের অপেক্ষা রাখে না, কিন্তু অন্যদের পাপ পরবর্তীকালে ধরা পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 কোন কোন লোকের পাপ সহজেই ধরা পড়ে এবং সরাসরি তাদের বিচার হয়। আবার অন্যদের পাপ দেরীতে হলেও ধরা পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 কোন কোন লোকের পাপ সুস্পষ্ট, বিচারের পথে অগ্রগামী; আবার কোন কোন লোকের পাপ তাহাদের পশ্চাদগামী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 কোন কোন লোকের পাপ সহজেই দেখা যায়, আর তাদের পাপ এই প্রমাণ করে যে তাদের বিচার হবে, আবার কোন কোন লোকের পাপ পরে স্পষ্টভাবে দেখা যায়। অধ্যায় দেখুন |