Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 9:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 খাওয়া-দাওয়ার অধিকার কি আমাদের নেই?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 ভোজন পান করার অধিকার কি আমাদের নেই?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 খাওয়াদাওয়া করার অধিকার কি আমাদের নেই?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ভরণপোষণ পাবার অধিকার কি আমাদের নেই?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 ভোজন পান করিবার অধিকার কি আমাদের নাই?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমাদের কি ভোজন পান করার অধিকার নেই?

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 9:4
11 ক্রস রেফারেন্স  

আর মানুষের থেকে গৌরব পেতে চেষ্টা করিনি, তোমাদের থেকেও নয়, অন্যদের থেকেও নয়, যদিও খ্রীষ্টের প্রেরিত বলে আমরা তোমাদের থেকে সুযোগ নিলেও নিতে পারতাম;


আর সেই বাড়িতেই থেকো এবং তারা যা দেয়, তাই খেও ও পান কোর, কারণ কর্মচারী তার বেতনের যোগ্য! এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেও না।


হে ভাইয়েরা আমাদের পরিশ্রম ও কঠোর চেষ্টা তোমাদের মনে আছে; তোমাদের কারও বোঝা না হই, সেইজন্য আমরা দিন রাত কাজ করতে করতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।


কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত ভালো বিষয়ে সহভাগী হোক।


যাওয়ার জন্য থলি কি দুটি জামাকাপড় কি জুতো কি লাঠি, এ সব নিও না; কারণ যে কাজ করে সে তার বেতনের যোগ্য।


আমি কারও রূপা বা সোনা বা কাপড়ের উপরে লোভ করিনি।


যারা আমার পরীক্ষা করে, তাদের কাছে আমার উত্তর এই।


সূর্য্য অস্ত গেলে সে শুচি হবে; পরে পবিত্র বস্তু খাবে, কারণ তা তার খাবার জিনিস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন