১ করিন্থীয় 9:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি, তবু আমার গর্ব করবার কিছুই নেই; সুসমাচার প্রচার করা আমার কর্তব্য, কারণ এটি আমার অবশ্য করণীয়; ধিক আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 কারণ আমি যদিও ইঞ্জিল তবলিগ করি, তবু আমার শ্লাঘা করার কিছুই নেই; কেননা আমার উপরে অর্পিত ভার অবশ্যই আমাকে বহন করতে হবে; ধিক্ আমাকে, যদি আমি ইঞ্জিল তবলিগ না করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তবুও, আমি যখন সুসমাচার প্রচার করি, আমি গর্ব করতে পারি না, কারণ তা প্রচার করতে আমি বাধ্য। ধিক্ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আমি যদি সুসমাচার প্রচার করি তবে তার জন্য আমার গর্ব করার কিছু নেই, কারণ আমি তা করতে বাধ্য। ধিক আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 কারণ, আমি যদিও সুসমাচার প্রচার করি, তবু আমার শ্লাঘা করিবার কিছুই নাই; কেননা অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত; ধিক্ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তবে আমি সুসমাচার প্রচার করি বলে গর্ব করছি না। সুসমাচার প্রচার করা আমার কর্তব্য, এটি আমার অবশ্য করণীয়। আমি যদি সুসমাচার প্রচার না করি তবে তা আমার পক্ষে কত দুর্ভাগ্যের বিষয় হবে! অধ্যায় দেখুন |