১ করিন্থীয় 7:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি যদি তার সঙ্গে বাস করতে রাজি হয়, তবে সে স্বামীকে ত্যাগ না করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আবার যে স্ত্রীর মসীহে অ-ঈমানদার স্বামী আছে, আর সেই ব্যক্তি তার সঙ্গে বাস করতে সম্মত হয় তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আবার কোনো নারীর যদি অবিশ্বাসী স্বামী থাকে ও সে তার সঙ্গে বসবাস করতে চায়, সেই নারীর পক্ষেও তাকে ত্যাগ করা উচিত নয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তেমনি কোন নারীর স্বামী যদি আমাদের ধর্মে বিশ্বাসী না হয় কিন্তু সে যদি এ নারীর সঙ্গে বসবাস করতে চায়, তাকে পরিহার করা সেই স্ত্রীর পক্ষে উচিত হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আবার যদি কোন খ্রীষ্টানুসারী স্ত্রীলোকের অবিশ্বাসী স্বামী থাকে আর সেই স্বামী তার সঙ্গে থাকতে রাজী থাকে তবে সেই স্ত্রী যেন তার স্বামীকে ত্যাগ না করে। অধ্যায় দেখুন |