১ করিন্থীয় 5:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমাদের প্রভু যীশুর নামে শক্তিতে তোমরা এবং আমার আত্মা এক জায়গায় সমবেত হলে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যখন তোমরা আমাদের প্রভু ঈসার নামে সমাগত হও আর আমিও রূহে তোমাদের সঙ্গে থাকব এবং আমাদের প্রভু ঈসার পরাক্রম আমাদের উপর থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তোমরা যখন প্রভু যীশুর নামে সমবেত হও এবং আমিও আত্মায় তোমাদের সঙ্গে থাকি ও প্রভু যীশুর পরাক্রম উপস্থিত থাকে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এ ক্ষেত্রে যখন তোমরা একত্র হবে, আমিও আত্মিকভাবে তোমাদের মাঝে উপস্থিত থাকব। তোমরা তখন প্রভু যীশুর প্রদত্ত ক্ষমতাবলে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমাদের প্রভু যীশুর নামে তোমরা এবং আমার আত্মা সমাগত হইলে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভু যীশুর নামে তোমরা একত্রিত হও। সে সভায় আমি আত্মাতে উপস্থিত থাকব, আর প্রভু যীশুর পরাক্রম তোমাদের মধ্যে বিরাজ করবে। অধ্যায় দেখুন |