১ করিন্থীয় 15:48 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 মাটির ব্যক্তিরা যে মাটির মত এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের মত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 মাটির তৈরি ব্যক্তিরা সেই মাটির তুল্য এবং বেহেশতী ব্যক্তিরা সেই বেহেশতের তুল্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 পার্থিব সব ব্যক্তি সেই পার্থিব ব্যক্তির মতো এবং স্বর্গীয় সকলে সেই স্বর্গ থেকে আগত ব্যক্তির মতোই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 পার্থিব সব মানব সেই ধূলিজাত মানবের মত, আর স্বর্গীয় সত্তা লাভ করেছে যারা, তারা সেই স্বর্গীয় মানবের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য, এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের তুল্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল48 মৃত্তিকার মানুষটি যেমন ছিল, পৃথিবীর অন্যান্য মানুষও তেমন; আর স্বর্গীয় মানুষরা সেই স্বর্গীয় মানুষ খ্রীষ্টের মত। অধ্যায় দেখুন |