Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ করিন্থীয় 15:48 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

48 মাটির ব্যক্তিরা যে মাটির মত এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

48 মাটির তৈরি ব্যক্তিরা সেই মাটির তুল্য এবং বেহেশতী ব্যক্তিরা সেই বেহেশতের তুল্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

48 পার্থিব সব ব্যক্তি সেই পার্থিব ব্যক্তির মতো এবং স্বর্গীয় সকলে সেই স্বর্গ থেকে আগত ব্যক্তির মতোই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

48 পার্থিব সব মানব সেই ধূলিজাত মানবের মত, আর স্বর্গীয় সত্তা লাভ করেছে যারা, তারা সেই স্বর্গীয় মানবের মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

48 মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য, এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের তুল্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

48 মৃত্তিকার মানুষটি যেমন ছিল, পৃথিবীর অন্যান্য মানুষও তেমন; আর স্বর্গীয় মানুষরা সেই স্বর্গীয় মানুষ খ্রীষ্টের মত।

অধ্যায় দেখুন কপি




১ করিন্থীয় 15:48
7 ক্রস রেফারেন্স  

পরে আদম একশো ত্রিশ বছর বয়সে নিজের মতো ও প্রতিমূর্ত্তিতে ছেলের জন্ম দিয়ে তার নাম শেথ রাখলেন।


যা মানুষ থেকে জন্ম নেয় তা মাংসিক এবং যা আত্মা থেকে জন্ম নেয় তা আত্মাই।


অশুচি থেকে শুচি কে করতে পারে? কেউ পারে না।


অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন