হোশেয় 12:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সেই ব্যবসায়ীর হাতে নকল দাঁড়িপাল্লা আছে; তারা ঠকাতে ভালবাসে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সে ব্যবসায়ী, তার হাতে ছলনার নিক্তি, সে ঠকাতে ভালবাসে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ব্যবসায়ী ছলনাপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার করে, সে প্রতারণা করতে ভালোবাসে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 যে ব্যবসায়ীর দাঁড়িপাল্লা ন্যায্য নয় যে লোককে ঠকাতে ভালবাসে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সে ব্যবসায়ী, তাহার হস্তে ছলনার নিক্তি, সে ঠকাইতে ভালবাসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “যাকোব একজন পাকা ব্যবসায়ী লোক। সে তার বন্ধুদেরও প্রতারণা করে! এমনকি তার দাঁড়িপাল্লাও ঠিক নেই। অধ্যায় দেখুন |