হোশেয় 12:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 সে দূতের সাথে লড়াই করেছিল এবং জিতে ছিল। সে কেঁদেছিল এবং অনুরোধ করেছিল তার দয়া পাওয়ার জন্য। সে বৈথেলে ঈশ্বরকে পেয়েছিল; তাদের ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হ্যাঁ, সে ফেরেশতার সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল; সে তাঁর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল; সে বেথেলে তাঁকে পেয়েছিলে, তিনি সেখানে আমাদের সঙ্গে আলাপ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করে বিজয়ী হয়েছিল; সে সজল নয়নে তাঁর কৃপা ভিক্ষা করেছিল। সে বেথেলে তাঁর সন্ধান পেয়েছিল এবং সেখানে তাঁর সঙ্গে করেছিল কথোপকথন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 স্বর্গদূতের সঙ্গে সে যুদ্ধে জয়ী হয়েছিল, তাঁর অনুগ্রহ লাভের জন্য রোদন ও বিনতি করেছিল সে। বেথেলে ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন, সেখানে কথা বলেছিলেন তার সঙ্গে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হাঁ, সে দূতের সহিত যুদ্ধ করিয়া বিজয়ী হইয়াছিল; সে তাঁহার নিকটে রোদন ও বিনতি করিয়াছিল; সে বৈথেলে তাঁহাকে পাইয়াছিল, তিনি সেখানে আমাদের সহিত আলাপ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সে ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল। সে কেঁদে অনুগ্রহ চেয়েছিল। বৈথেলে এই ঘটনা ঘটে। সেখানে, সে আমাদের সঙ্গে কথা বলেছিল। অধ্যায় দেখুন |