হোশেয় 12:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 ইফ্রয়িম সদাপ্রভুকে প্রচণ্ড রেগে যেতে বাধ্য করেছে। তাই তার প্রভু তার রক্তের দোষ তার উপরেই ছেড়ে দেবেন এবং তাকে প্রতিফল দেবেন তার লজ্জাজনক কাজের জন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আফরাহীম তাঁকে অতিশয় অসন্তুষ্ট করেছে; এজন্য তার রক্ত তারই উপরে থাকবে, আর তার প্রভু তার উপহাস তাকে ফিরিয়ে দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 কিন্তু ইফ্রয়িম ভীষণভাবে তাঁর ক্রোধের উদ্রেক করেছে; তার প্রভু তার রক্তপাতের অপরাধ তাঁর উপরেই বর্তাবেন ও তার উপেক্ষার কারণে তাকে শাস্তি দেবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ইসরায়েল তাঁর তীব্র ক্রোধের উদ্রেক করেছে তাই প্রভু পরমেশ্বর তার রক্তপাতের জন্য তাকেই দায়ী করবেন, তার দেওয়া অপবাদ তাকেই দেবেন ফিরিয়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ইফ্রয়িম [তাঁহাকে] অতিশয় অসন্তুষ্ট করিয়াছে; এই জন্য তাহার রক্ত তাহারই উপরে থাকিবে, আর তাহার প্রভু তাহার টিটকারি তাহার প্রতি ফিরাইয়া দিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কিন্তু ইফ্রয়িম প্রভুকে অত্যন্ত ক্রুদ্ধ করে তুলল। ইফ্রয়িম বহু লোককে হত্যা করেছিল। সেজন্য সে তার অপরাধের শাস্তি পাবে। তার গুরু (প্রভু) তাকে তার অবমাননা সহ্য করতে বাধ্য করবেন।” অধ্যায় দেখুন |