হিতোপ 9:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 জ্ঞানবানকে [শিক্ষা] দাও, সে আরও জ্ঞানবান হইবে; ধার্ম্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বাড়বে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 জ্ঞানবানকে [শিক্ষা] দাও, সে আরও জ্ঞানবান হবে; ধার্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বৃদ্ধি পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে; ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 জ্ঞানবানকে উপদেশ দাও, সে আরও জ্ঞানী হবে, ধার্মিককে উপদেশ দাও,তার পাণ্ডিত্য বুদ্ধি পাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 জ্ঞানবানকে [শিক্ষা] দেও, সে আরও জ্ঞানবান হইবে; ধার্ম্মিককে জ্ঞান দেও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 বুদ্ধিমান ব্যক্তিকে শিক্ষা দিলে সে আরও বুদ্ধিমান হবে। ধার্মিক ব্যক্তিকে উপদেশ দিলে তাতে তার উপকার হবে। অধ্যায় দেখুন |