হিতোপ 9:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 নিন্দককে অনুযোগ কোরো না, পাছে সে তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 নিন্দককে তিরস্কার করো না, পাছে সে তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানকেই তিরস্কার কর, সে তোমাকে মহব্বত করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 নিন্দুককে ভর্ৎসনা করো না, তাহলে সে তোমাকে ঘৃণা করবে। জ্ঞানবানের ভুল ধরিয়ে দিলে সে তোমাকে ভালবাসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 নিন্দককে অনুযোগ করিও না, পাছে সে তোমাকে দ্বেষ করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তাই যদি কোন ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাকে তার ভুল বোঝাতে যেও না। সে তোমাকে তার জন্য ঘৃণা করবে। কিন্তু তুমি যদি কোন জ্ঞানী ব্যক্তিকে সংশোধন করতে চেষ্টা কর সে তোমাকে ভালবাসবে ও তোমাকে শ্রদ্ধা জানাবে। অধ্যায় দেখুন |
উত্তরে ইস্রায়েলের রাজা যিহূদার রাজা যিহোশাফটকে বললেন, “এখনও এমন একজন লোক আছে যার মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে পারি, সে হল যিম্লের ছেলে মীখায়, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমার সম্বন্ধে মঙ্গলের কথা বলে না, শুধু অমঙ্গলের কথাই বলে।” উত্তরে যিহোশাফট বললেন, “রাজা যেন ঐ রকম কথা না বলেন।”