হিতোপ 9:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওরা অতিথিরা পাতালের নীচে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওর দাওয়াতপ্রাপ্ত লোকেরা গভীর পাতালে থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে, তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 যারা তার ঘরে যায় তারা জানে না, তার ঘরই পাতালপুরীর দ্বার, মৃত্যু সেখানে সুনিশ্চিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কিন্তু সে জানে না যে, প্রেতগণই তথায় থাকে, উহার নিমন্ত্রিত লোকেরা গভীর পাতালে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 বোকাগুলো বুঝতে পারেনি যে সেখানে ভূত থাকে। কারণ মেয়েমানুষটা তাদের মৃত্যুর জগতের গভীরতম স্থানে নিমন্ত্রণ করেছিল। অধ্যায় দেখুন |