হিতোপ 8:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আমার কাছে আছে ঐশ্বর্য্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্ম্মিকতা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমার কাছে রয়েছে ঐশ্বর্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও উন্নতি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আমার কাছেই আছে ধনসম্পত্তি ও সম্মান, চিরস্থায়ী সম্পদ ও সমৃদ্ধি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ধন ও সম্মান রয়েছে আমার হাতে রয়েছে বিপুল শ্রী ও সম্পদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমার কাছে রহিয়াছে ঐশ্বর্য্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্ম্মিকতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 আমার দেবার মত ধনসম্পদ ও সম্মান রয়েছে। আমি সত্যিকারের সম্পদ এবং সাফল্য প্রদান করি। অধ্যায় দেখুন |