হিতোপ 7:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তখনি সে তার পেছনে গেল, যেমন গরু মরতে যায়, যেমন শেকলে বাঁধা ব্যক্তি বকর শাস্তি পেতে যায়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 অমনি সে তার পিছনে গেল, যেমন গবাদি পশু হত হতে যায়, যেমন শিকলে বাঁধা ব্যক্তি নির্বোধের শাস্তি পেতে যায়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তখনই সে মহিলাটির অনুগামী হল যেভাবে বলদ জবাই হওয়ার জন্য এগিয়ে যায়, যেভাবে হরিণ ফাঁসে পা গলায় অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 বলদ যেমন কসাইখানার দিকে যায় হরিণ যেমন ফাঁদের দিকে ঝাঁপ দিয়ে পড়ে যেখানে ব্যাধের শর তার জন্য উদ্যত হয়ে আছে, সেও তেমনি সম্মোহিত হয়ে তার পিছনে যেতে লাগল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 অমনি সে তাহার পশ্চাতে গেল, যেমন গোরু হত হইতে যায়, যেমন শৃঙ্খলবদ্ধ ব্যক্তি নির্ব্বোধের শাস্তি পাইতে যায়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এবং নির্বোধ যুবকটি ঐ ব্যাভিচারিণীর ফাঁদে পা দিল। গরু যে ভাবে কসাইখানার দিকে পা বাড়ায়, হরিণ যেমন ব্যাধের পেতে রাখা ফাঁদের দিকে এগিয়ে যায়, সেই ভাবে সে ঐ পরস্ত্রীর দিকে এগিয়ে গেল। অধ্যায় দেখুন |