Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 সে ঝগড়াটে ও অবাধ্যা, তার পা ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 সে কলহকারিণী ও অবাধ্য, তার চরণ ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 (সে অদম্য ও বেপরোয়া, তার পা কখনও ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রগলভা, চপলা সেই রমণী, ঘরে তার মন বসে না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সে কলহকারিণী ও অবাধ্যা, তাহার চরণ ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 সে ছিল একজন বিদ্রোহীসুলভ, অমার্জিত নারী। সে কখনও ঘরে থাকতে ভালবাসত না!

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:11
7 ক্রস রেফারেন্স  

বুদ্ধিহীন স্ত্রীলোক ঝগড়াটি, সে অবোধ, কিছুই জানে না।


সংযত, শুদ্ধ, গৃহ কাজে মনযোগী, দয়ালু, ও নিজ নিজ স্বামীর অধীনে থাকে, যাতে ঈশ্বরের নিন্দা না হয়।


বরং ছাদের কোণে বাস করা ভাল; তবু বিবাদিন বন্দিনী স্ত্রীর সঙ্গে বাড়ি ভাগ করা ভালো না।


আর তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তোমার স্ত্রী সারা কোথায়?” তিনি বললেন, “দেখুন, তিনি তাঁবুতে আছেন।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন