হিতোপ 5:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 অতএব আমার পুত্ররা, আমার কথা শোনো, আমার মুখের বাক্য থেকে মুখ ফিরিয়ে নিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 অতএব বৎসরা, আমার কথা শোন, আমার মুখের কথা থেকে বিমুখ হয়ো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 এখন তবে, হে আমার বাছারা, আমার কথা শোনো; আমি যা বলছি তা থেকে মুখ ফিরিয়ো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অতএব বৎসেরা, আমার কথা শোন, আমার মুখ নিঃসৃত প্রবচনগুলি অগ্রাহ্য করো না অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 অতএব বৎসগণ, আমার কথা শুন, আমার মুখের বাক্য হইতে বিমুখ হইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমার পুত্রগণ, এখন আমার কথা শোন। আমি যা বলছি ভুলে যেও না। অধ্যায় দেখুন |