Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 4:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আমার পুত্র, আমার বাক্যে মনোযোগ দাও; আমার কথায় কান দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 বৎস, আমার কথায় মনযোগ দাও, আমার কথায় কান দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 হে আমার বাছা, আমি যা বলি তাতে মনোযোগ দাও; আমার কথায় কর্ণপাত করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 বৎস, আমার কথায় মনোযোগ দাও, কান পেতে শোন আমার প্রবচনমালা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 বৎস, আমার বাক্যে অবধান কর, আমার কথায় কর্ণপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 পুত্র, আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোন। আমার উপদেশের প্রতি মনোনিবেশ কর।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 4:20
10 ক্রস রেফারেন্স  

আমার পুত্র, আমার প্রজ্ঞা যত্ন সহকারে শোনো, আমার বুদ্ধির প্রতি কান দাও;


আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আর আমি তোমাদের সঙ্গে চিরস্থায়ী নিয়ম করব দায়ূদের প্রতি করা বিশ্বস্ততার চুক্তি দিয়ে স্থাপন করব।


আমার পুত্র, আমার কথা সব পালন কর, আমার আদেশ সব তোমার কাছে সঞ্চয় কর।


হে আমার লোকেরা, আমার উপদেশ শোন, আমার মুখের কথা শোন।


এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার সঙ্গে বসবাস করি।


তিনি কথা বলছিলেন, এমন দিন দেখা গেল, একটি উজ্জ্বল মেঘ তাঁদের ছায়া করল, আর, সেই মেঘ থেকে এই বাণী হল, ইনিই আমার প্রিয় পুত্র, এঁর ওপর আমি সন্তুষ্ট, এঁর কথা শোন।


প্রজ্ঞার দিকে কান দাও এবং তুমি তোমার হৃদয়কে বুদ্ধিতে প্রবর্তিত কর;


মানুষ জীবনে কি চায়, অনেক দিন বাঁচতে ও একটি ভালো জীবন?


কারণ এটা তোমাকে আনন্দদায়ক করবে যদি তুমি সে সব তোমার মধ্যে রাখো, যদি সে সব তোমার ঠোঁটে প্রস্তুত থাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন