হিতোপ 31:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন, তাঁর জিভে দয়ার ব্যবস্থা থাকে অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন, তাঁর কথায় দয়ার ব্যবস্থা থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তিনি প্রজ্ঞামূলক কথাবার্তা বলেন, ও তাঁর জিভের ডগায় আন্তরিক নির্দেশ থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তার কথাবার্তা জ্ঞানগর্ভ শান্ত ও মৃদুভাবে সে কথা বলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাঁহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে এবং মানুষকে স্নেহময় ও দয়ালু হতে শেখায়। অধ্যায় দেখুন |