হিতোপ 31:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়ান, তাঁর হাত দুটো পেঁজা তুলো ধরে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়িয়ে দেন, তাঁর দু’হাত তাঁতের টাকু ধরে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তাঁর হাতে তিনি তকলি ধরে থাকেন ও সুতো কাটার টাকু তাঁর আঙুল দিয়ে আঁকড়ে ধরে থাকেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 নিজের কাপড় বোনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাঁহার করদ্বয় পাঁজ ধরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 সে সুতো কাটে এবং নিজের কাপড় বোনে। অধ্যায় দেখুন |