হিতোপ 30:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করেছি, আমার জীবন থাকতে তা অস্বীকার কোরো না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করেছি, আমার জীবন থাকতে তা অস্বীকার করো না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “হে সদাপ্রভু, আমি তোমার কাছে দুটি জিনিস চাইছি; আমি মারা যাওয়ার আগে আমাকে প্রত্যাখ্যান কোরো না: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে ঈশ্বর, এই জীবনে আমি দুটি জিনিস তোমার কাছে ভিক্ষা চাই। এ দুটি আমায় তুমি দিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমি তোমার কাছে দুই বর ভিক্ষা করিয়াছি, আমার জীবন থাকিতে তাহা অস্বীকার করিও না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভু, তোমাকে আমি মৃত্যুর আগে আমার জন্য দুটি কাজ করতে বলব। অধ্যায় দেখুন |