হিতোপ 30:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তিনটের ভারে ভূমি কাঁপে, চারটের ভারে কাঁপে, সইতে পারে না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তিনটার ভারে ভূতল কাঁপে, চারটার ভারে কাঁপে, সইতে পারে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 “তিনটি বিষয়ের ভারে পৃথিবী কম্পিত হয়, চারটি বিষয়ের ভার তা সহ্য করতে পারে না: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21-23 চারটি বিষয় পৃথিবীর মানুষ সহ্যকরতে পারে না: ক্রীতদাস রাজা হলে, মূর্খ ইচ্ছামত খাদ্যবস্তু পেলে, কুরূপা নারী স্বামীলাভ করলে, এবং দাসী গৃহিণীর পদে অধিষ্ঠিত হলে- ধরণীর কাছেও এই চারটি বিষয় অসহ্য হয়ে ওঠে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তিনটার ভারে ভূতল কাঁপে, চারিটার ভারে কাঁপে, সহিতে পারে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তিনটি জিনিস আছে যার জন্য পৃথিবীতে সমস্যার সৃষ্টি হয় এবং প্রকৃতপক্ষে চারটি জিনিস আছে যা পৃথিবী সহ্য করতে পারে না, অধ্যায় দেখুন |