হিতোপ 3:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তাতে তোমার গোলাঘর সব অনেক শস্যে ভরে যাবে, তোমার পাত্র নতুন আঙ্গুর রসে উপচে পড়বে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তাতে তোমার গোলাঘরগুলো বহু শস্যে পূর্ণ হবে, তোমার কুণ্ডে নতুন আঙ্গুর-রস উথলে পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তবেই তোমার গোলাঘরগুলি শস্যে পরিপূর্ণ হয়ে যাবে, ও ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তাহলে তোমার গোলা শস্যে পূর্ণ থাকবে, তোমার ভাণ্ড থেকে উপচে পড়বে দ্রাক্ষারস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নূতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তাহলে তোমার যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন। তোমার গোলা শস্যে ভরে যাবে এবং তোমার ভাণ্ডারে দ্রাক্ষারস উপচে পড়বে। অধ্যায় দেখুন |