হিতোপ 29:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 যে রাজা বিশ্বস্তভাবে দীনহীনদের বিচার করেন, তাঁর সিংহাসন চিরকাল স্থির থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যে বাদশাহ্ সত্যভাবে দীনহীনদের বিচার করেন, তাঁর সিংহাসন নিত্য স্থির থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 রাজা যদি দরিদ্রদের প্রতি সুবিচার করেন, তবে তাঁর সিংহাসন চিরকালের জন্য স্থির থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যে রাজা দরিদ্রের প্রতি সুবিচার করেন তাঁর সিংহাসন দীর্ঘস্থায়ী হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যে রাজা সত্যভাবে দীনহীনদের বিচার করেন, তাঁহার সিংহাসন নিত্য স্থির থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যে রাজা দরিদ্রদের প্রতি ন্যায়পরায়ণ সে দীর্ঘকাল রাজত্ব করবে। অধ্যায় দেখুন |