হিতোপ 28:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান ছেলে; কিন্তু যে পেটুকদের সঙ্গী সে বাবার লজ্জাজনক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যে আইন-কানুন মানে, সেই জ্ঞানবান পুত্র; কিন্তু পেটুকদের সখা পিতার অপমানজনক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 বিচক্ষণ ছেলে শিক্ষায় মনোযোগ দেয়, কিন্তু যে পেটুকদের সহচর সে তার বাবার মর্যাদাহানি করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 নীতি মেনে চলে যে তরুণ সে বুদ্ধিমান, কিন্তু যে অসতের সঙ্গে মেশে সে তার পিতার মাথা হেঁট করে দেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান পুত্র; কিন্তু ভোক্তাদের সখা পিতার অপমানজনক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যে আইন মেনে চলে সে বুদ্ধিমান। কিন্তু যে ব্যক্তি অপদার্থ লোকদের বন্ধু হয় সে তার পিতার লজ্জার কারণ হয়। অধ্যায় দেখুন |